মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

কোটা সংস্কার আন্দোলনে আজও জবি শিক্ষার্থীরা রাজপথে 

জবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে আজও জবি শিক্ষার্থীরা রাজপথে 

২০১৮ সালের জারিকৃত পরিপত্র অনুযায়ী কোটা ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ জুলাই) ক্যাম্পাসের শান্ত চত্বরে এ আন্দোলন কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় কোটা বিরোধী একটি মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুরো ক্যাম্পাস এবং মূল ফটক থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসের শান্ত চত্বরে এসে শেষ হয়।

পরবর্তীতে আন্দোলনকারীরা গতকালকের ঘোষিত ৪ দফা দাবি আবারও উল্লেখ করে তাদের আজকের দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।এসময় আন্দোলনকারীরা তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জসীম উদ্দিন বলেন, আমাদের দাবি বৈষম্যমূলক কোটা ব্যবস্থায় হাইকোর্টের রায় কে বাতিল করা হোক আর সেই সাথে আমাদের দাবি সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা নয় মেধাকে যাচাই করে চাকরি নিশ্চিত করতে হবে। বিশ্বে বিভিন্ন দেশের মত আমাদের দেশেও কোটা আধুনিকায়ন করতে হবে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে তারা তাদের পরবর্তী কর্মসূচি আমাদের নিজস্ব প্লাটফর্মে জানিয়ে দিবো।

বাংলা বিভাগের ১০ ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন মুন্না বলেন, আমাদের দাবি হলো ২০১৮ সালের কোটার পরিপত্র পুনর্বহাল করতে হবে এবং তৃতীয় এবং চতুর্থ গ্রেডে কোটা প্রয়োগের আমূল সংস্কার করতে হবে। এছাড়া একই কোটা বারংবার প্রয়োগের বিষয়টি বাতিল হওয়া উচিত। স্বাধীনতার ৫৩ বছর পর যে দেশের শিক্ষিত জনগোষ্ঠীর একটি বড় অংশ কর্মহীন, সেখানে এই ধরনের কোটা প্রথা রীতিমতো বৈষম্য।

এছাড়া আন্দোলনকারীরা আরো বলেন,পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নিজস্ব প্লাটফর্মে জানিয়ে দিবো।

টিএইচ